আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তারপলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: শফিকুল আলমআ.লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিভিন্ন সংগঠনের মিছিলহাসিনা পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে : পিডিবি চেয়ারম্যান
No icon

সকাল সকাল রাজধানীতে বৃষ্টি

কয়েকদিনের ভেপসা গরমের পর বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। আজ সোমবার ভোর থেকেই মেঘের গর্জনে কেপে ওঠে ঢাকার আকাশ। সকাল সাড়ে ৭টার দিকে চারিদিক রাতের মতো অন্ধকার হয়ে যায়। সড়কে এ সময় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। এরমাঝেই শুরু হয় বৃষ্টি। তবে খুব বেশি সময় স্থায়ী হয়নি।আবহাওয়া অফিস বলছে, দুপুর ১টারমধ্যে ঢাকাসহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বেয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।ফলে ওই ৮ অঞ্চলের নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।