ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতার পর এবার নেপাল যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।আজ শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি নেপালে যাবেন বলে ডিবি সূত্রে জানা গেছে।হারুন অর রশীদের সঙ্গে অন্য কোনো সদস্য যাচ্ছেন কি না এবং তিনি কবে ফিরবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।এমপি আনার খুনের তদন্ত কাজ শেষ করে গত ৩০ মে দুপুরে কলকাতা থেকে দেশে ফেরেন ডিবির প্রতিনিধিদল।দুই দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার তথ্যমতে গত ১৩ মে আনারকে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন করা হয়। তার দেহ টুকরা টুকরা করে গুম করা হয়।