জামিনে মুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।এ তথ্য নিশ্চিত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি জানান, জামিনে বের হলে হাবিব উন নবী খান সোহেলকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এর আগে গত ৩১ মার্চ জামিন নিতে আদালতে যান বিএনপির এই নেতা। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তখন থেকে কারাগারেই ছিলেন তিনি।