দেশের ৭ জেলায় মৃদু তাপপ্রবাহগরম আরও বাড়বেলম্বা ছুটি, সড়ক ভালো ভয় শুধু বিশৃঙ্খলায়নতুন দেশ গড়ার সুযোগ এসেছে, এটা হারাতে চাই না: ড. মুহাম্মদ ইউনূসবিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস
No icon

খিলগাঁওয়ে নিখোঁজের দুদিন পর মাহফুজুলের মরদেহ উদ্ধার

দাউদ হোসেন আরও বলেন, মাহফুজুলের মরদেহের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাঁর মাথার পেছনে আঘাত ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, তাঁকে খুন করা হয়েছে। খুনের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাহফুজুল খিলগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি নন্দীপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গত বৃহস্পতিবার বিকেলে স্ত্রীর সঙ্গে সবশেষ কথা বলেছিলেন। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মাহফুজুলের ভাই মাহবুবুল আলমের দাবি, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।