ফের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকসরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ৮টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন করে যা জানা গেল
No icon

খিলগাঁওয়ে নিখোঁজের দুদিন পর মাহফুজুলের মরদেহ উদ্ধার

দাউদ হোসেন আরও বলেন, মাহফুজুলের মরদেহের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাঁর মাথার পেছনে আঘাত ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, তাঁকে খুন করা হয়েছে। খুনের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাহফুজুল খিলগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি নন্দীপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গত বৃহস্পতিবার বিকেলে স্ত্রীর সঙ্গে সবশেষ কথা বলেছিলেন। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মাহফুজুলের ভাই মাহবুবুল আলমের দাবি, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।