নতুন নির্বাচন কমিশনের শপথ রোববারপ্রস্তুত হচ্ছে নির্বাচনী মাঠবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণাগাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজারকুয়াশা ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
No icon

মহসিন খানের আত্মহত্যা: ভিডিও লিংক পেলেই অপসারণের নির্দেশ

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খানের ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনার ভিডিও লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলেই তা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে এ নির্দেশনা দেওয়া হয়।আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ শুনানি ২ সপ্তাহ মুলতবি করে আগামী ১ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন রাখেন।আদালত বলেছেন, বিষয়টি আদালতের নজরে আনা আইনজীবী এ কে এম ফয়েজ যদি এ সংক্রান্ত কোনো ভিডিও লিংক বিটিআরসিকে দেন, সেটা যেন সঙ্গে সঙ্গেই অপসারণ করা হয়। আদালত আরও বলেন, এমন ভিডিও থেকে কেউ উৎসাহ পাক- এটা আমরা কোনোভাবেই চাই না। দেশের নাগরিক সুরক্ষিত থাকুক- এটাই আমাদের চাওয়া ও কাম্য।এ সময় আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।এর আগে এক প্রতিবেদনে বিটিআরসি জানায়, ফেসবুক, ইউটিউব, টিকটক ও লাইকিতে মোট ২২৭টি লিংক চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ফেসবুক থেকে ১৯০টি, ইউটিউব থেকে ৬টি, লাইকি থেকে ৩টি এবং টিকটক থেকে ৩টি লিংক অপসারণ করা হয়েছে।গত ২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে আবু মহসিন খান নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্নহত্যা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার আত্মহত্যার সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেগুলো অপসারণের নির্দেশনা চান আইনজীবী এ কে এম ফয়েজ। পরে ৬ ঘণ্টার মধ্যে সকল সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে ভিডিও অপসারণ করার নির্দেশ দেন হাইকোর্ট।