দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাব চূড়ান্ত করল বিএনপিইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে: পুতিনগুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব৫ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতাইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯
No icon

বেসরকারি বাংকের ন্যুনতম বেতন-ভাতা প্রশ্নে হাইকোর্টের রুল

বেসরকারি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ন্যুনতম বেতন-ভাতা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগের দেওয়া দুটি বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।রুলে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে গত ২০ জানুয়ারি দেওয়া বিজ্ঞপ্তির ৩.১, ৩.২, ৩.৭ ও ৩.৮ ধারা এবং এ বিজ্ঞপ্তি সংশোধন করে পরবর্তীতে ১ ফেব্রুয়ারি দেওয়া বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।আগামী এক সপ্তাহের মধ্যে অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।এছাড়া এই রুলের শুনানিতে আইনি মতামত দেওয়ার জন্য চারজন বিশিষ্ট আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালত নিযুক্ত মতামত প্রদানকারী আইনজীবী) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চার অ্যামিকাস কিউরি হলেন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, রোকন উদ্দিন মাহমুদ ও প্রবীর নিয়োগী।তারা কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫(১) ঘ) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকের ন্যুনতম বেতন-ভাতা নির্ধারণ করে দিতে পারে কি-না, সে বিষয়ে মতামত তুলে ধরবেন।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ওই দুটি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় রিট আবেদনটি করেন পুঁজিবাজারের ব্যাংকিং খাতে বিনিয়োগকারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ বিন হোসেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী এএম মাসুম ও সাইফুর রহমান রাহী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।পরে আইনজীবী সাইফুর রহমান রাহী সাংবাদিকদের বলেন, আইন অনুসারে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনাগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু বেতন-ভাতার কাঠামো নির্ধারণ করে দিতে পারে না। তাই বিষয়টি চ্যালেঞ্জ করে এ রিট দায়ের করা হয়।গত ২০ জানুয়ারি দেশে প্রথমবারের মতো ব্যাংক কর্মীদের সর্বনিম্ন বেতন-ভাতা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের এন্ট্রি লেভের কর্মকর্তাদের সর্বনিম্ন বেতন হবে ২৮ হাজার টাকা। তবে শিক্ষানবিশকাল শেষে কর্মকর্তাদের ন্যুনতম ৩৯ হাজার টাকা বেতন-ভাতা দিতে হবে। পাশাপাশি নিরাপত্তা কর্মী, বার্তাবাহক, পরিচ্ছন্নতা কর্মীসহ অন্যদের সর্বনিম্ন বেতনও নির্ধারণ করে দেওয়া হয়। কর্মচারীদের প্রারম্ভিক বেতন-ভাতা হবে সর্বনিম্ন ২৪ হাজার টাকা। পরে গত ১ ফেব্রুয়ারি এ বিজ্ঞপ্তি সংশোধন করে আরেক বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক।মূলত ওই দুটি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়েছে।