বছরের শেষ দিন ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তায় ভিন্ন দাবিবিদায় ২০২৫: দিনবদলের আশ্বাসে এল নতুন বছরবাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪, আহত ১৫কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড
No icon

গল্পের নায়ক হতে চান ‘উড়াল’ অভিনেতা সোহেল তৌফিক

একঝাঁক তরুণকে নিয়ে বন্ধুত্বের গল্পে চলতি মাসের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘উড়াল’। তরুণ নির্মাতা জোবায়দুর রহমানের পরিচালনায় তিন বন্ধুর একজন ‘রঞ্জু’ হয়ে পর্দায় আসেন তরুণ অভিনেতা সোহেল তৌফিক। ছবিটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান এই তরুণ অভিনেতা।