৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ফরিদা পারভীনসাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলাম গ্রেপ্তাররোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাভিপিতে জিতু-আদিবের হাড্ডাহাড্ডি লড়াইরাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
No icon

গল্পের নায়ক হতে চান ‘উড়াল’ অভিনেতা সোহেল তৌফিক

একঝাঁক তরুণকে নিয়ে বন্ধুত্বের গল্পে চলতি মাসের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘উড়াল’। তরুণ নির্মাতা জোবায়দুর রহমানের পরিচালনায় তিন বন্ধুর একজন ‘রঞ্জু’ হয়ে পর্দায় আসেন তরুণ অভিনেতা সোহেল তৌফিক। ছবিটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান এই তরুণ অভিনেতা।