যুদ্ধাহত গাজাবাসীর দিকে সহায়তার হাত বাড়ানোর আগ্রহ জাপানেরজাবিতে পোষ্য কোটা বাতিলতালিকায় যুক্ত হচ্ছে অর্ধকোটি ভোটারস্থানীয় সরকারে হচ্ছে সিটি গভর্নমেন্টসুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০
No icon

মুম্বাইয়ের একটি হাসপাতালে আইসিইউতে সাইফ আলি খান

মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন বাংলার নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান। এ আবাসনেই অভিনেতার সঙ্গে থাকেন তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর দুই শিশুসন্তান— আট বছরের তৈমুর ও চার বছরের জেহ। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে সেই বাড়িতেই ডাকাতির মুখে পড়ে হামলার শিকার হন এ বাংলার নবাব। 

তবে ঘটনার সময় অভিনেত্রী কারিনা বাড়িতে ছিলেন কিনা, তা স্পষ্ট নয়। কারণ এ ঘটনার কিছুক্ষণ আগেই বোন কারিশমা কাপুর এবং দুই বন্ধু সোনম কাপুর, রিয়া কাপুরের সঙ্গে ‘পার্টি’ করার ছবি দিয়েছিলেন কারিনা।

বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলি খান। অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। তবে সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

এদিকে সাইফের সঙ্গে বলি বাদশাহ শাহরুখ খানের অনেক দিনের বন্ধুত্ব। ‘কাল হো না হো’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। তারপর থেকেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। কারিনা কাপুর খানের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন বলি বাদশাহ। তাই বন্ধুর বিপদের খবর শুনেই ছুটে গেলেন হাসপাতালে। লীলাবতী হাসপাতালের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল শাহরুখের গাড়ি। যদিও ক্যামেরার সামনে আসেননি কিং খান।