৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ফরিদা পারভীনসাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলাম গ্রেপ্তাররোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাভিপিতে জিতু-আদিবের হাড্ডাহাড্ডি লড়াইরাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
No icon

আর্মি স্টেডিয়ামে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’ শুরু

রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’ শুরু হয়েছে। আজ শনিবার বিকেল চারটার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয়। যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত রয়েছেন বলে আয়োজকেরা জানান। 

জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে।

কনসার্টে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। তাঁকে ছাড়াও কয়েকটি দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা গাইবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনা রয়েছে।