স্টার্টআপের আওতায় সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংকনতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি কমিশনেরতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
No icon

আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন তিনি। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। এই কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। নিরাপত্তা শঙ্কায় সম্প্রতি বাতিল হয়েছে বেশ কিছু আউটডোর কনসার্ট। আতিফের কনসার্ট নিয়েও শঙ্কা ছিল ভক্তদের মনে, অবশেষে কনসার্টের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ট্রিপল টাইম কমিউনিকেশনকে অনুমতি দিয়েছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। কনসার্টের ৩৭ দিন আগেই অনুমতি মিলল।
‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয় আতিফ আসলাম। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন আতিফ।