৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ফরিদা পারভীনসাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলাম গ্রেপ্তাররোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাভিপিতে জিতু-আদিবের হাড্ডাহাড্ডি লড়াইরাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
No icon

ভারতীয় মডেল সারা ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করছেন আরফিন খানকে

ভারতীয় মডেল সারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিয়ে  করছেন আরফিন খানকে। বিয়ের পর তিনি মুসলিম হন। সারা জানিয়েছে, ‘কোনো চাপে পড়ে নয়, বরং পড়াশোনা করে নিজ সিদ্ধান্তে তিনি ইসলাম গ্রহণ করেছি’।  

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সম্প্রতি দেওয়া এক সাক্ষাতকারে সারা জানান, ধর্মান্তরের বিষয়টি একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে তাকে কেউ জোর করেননি।

সারা আরও বলেন, ‘বিশ্বে আমার এমন অনেক মুসলিম বন্ধু রয়েছেন। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই আমি ইসলাম নিয়ে আলোচনা করেছি। ধর্ম পরিবর্তনের আগে বাইবেল পড়েছি, ভগবত গীতা পড়েছি, কোরআন পড়েছি।‘ সারা বলেন, `ধর্ম গ্রন্থ দিয়ে ভালো-খারাপ বিচার করার কিছু নেই। ধর্ম আপনাকে ন্যায়ের পথে ডাক নেয়। আমি আমার মনকে অনুসরণ করেছি যে আমি কোনপথে যেতেই। তারপরই সিদ্ধান্ত নিয়েছি