ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, যেমন থাকবে তাপমাত্রাঢাকার রাস্তায় গতি বেড়েছেন্যায়বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক মাস বাড়লবৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় ফের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা
No icon

উপহার নিয়ে বন্যার্তদের মাঝে চিত্রনায়িকা আইরিন সুলতানা

র‌্যাম্প থেকে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ধারাবাহিকভাবে বেশকিছু ছবিতে অভিনয় করেন। এদিকে গত কয়েক বছরে সিনেমার কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। খুব ভালো ও মন পছন্দ হলেই কেবল সেই কাজটি করছেন। এদিকে তারকাদের অনেকেই এরইমধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাম্প্রতিক ভয়াবহ বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এবার আইরিন সুলতানা ও তার টিম উপহারসামগ্রী নিয়ে পৌঁছেছেন কুমিল্লা ও ফেনীতে। এর আগে টিএসসিতেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন বন্যার্তদের জন্য। গতকাল তিনি কুমিল্লা ও ফেনী অঞ্চলে যেসব জায়গায় ত্রাণ পৌঁছায়নি অথবা অপেক্ষাকৃত কম পৌঁছেছে সেসব জায়গায় উপহারসামগ্রী নিয়ে গেছেন। এ বিষয়ে আইরিন বলেন, এর আগে এক ধাপে আমরা উপহার দিয়েছি বন্যার্ত অঞ্চলে। রোববারও চেষ্টা করেছি কুমিল্লা ও ফেনীর কয়েকটি অঞ্চলে উপহারসামগ্রী পৌঁছে দেয়ার।