যে ম্যাচে থাকছে বাংলাদেশওদলে দলে গাজা সিটি ছাড়ছেন ফিলিস্তিনিরাযুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহতগরমে দেশের ৬ কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তঅজানা আশ্রয়ের খোঁজে মানুষ
No icon

‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ ছবিতে শরীফুল রাজ ও ভাবনা

‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ ছবিতে ভারতের স্বস্তিকা মুখোপাধ্যায় ও বাংলাদেশের শরীফুল রাজ অভিনয় করছেন, এটি পুরোনো খবর। নতুন খবর হলো, এ ছবিতে রাজের সঙ্গে জুটি গড়ছেন আশনা হাবিব ভাবনা। বুধবার বিকেলে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন হিমু আকরাম।