৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল ত্রাণ নিতে আসা আরও ৬৭ ফিলিস্তিনিরউত্তরের নদ-নদীতে বাড়ছে পানি, বন্যার শঙ্কাপ্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণাঢাকার তাপমাত্রা বাড়বে নাকি কমবে, জানাল অধিদপ্তর
No icon

‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ ছবিতে শরীফুল রাজ ও ভাবনা

‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ ছবিতে ভারতের স্বস্তিকা মুখোপাধ্যায় ও বাংলাদেশের শরীফুল রাজ অভিনয় করছেন, এটি পুরোনো খবর। নতুন খবর হলো, এ ছবিতে রাজের সঙ্গে জুটি গড়ছেন আশনা হাবিব ভাবনা। বুধবার বিকেলে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন হিমু আকরাম।