স্টার্টআপের আওতায় সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংকনতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি কমিশনেরতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
No icon

আওয়ামী লীগের দালাল রিয়াজকে বিমানবন্দরে আটকে দেয়া হলো

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত চিত্রনায়ক রিয়াজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন। তাকে যেতে দেয়া হয়নি। গত মঙ্গলবার রাতে তিনি বিমানবন্দরে গেলে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। রিয়াজের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। বিমানবন্দর সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের তালিকা চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া রয়েছে। পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয়। রিয়াজ বিকেলে বিমানবন্দরে আসেন। সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে। উল্লেখ্য, রিয়াজের আওয়ামী লীগে কোনো পদে না থাকলেও তিনি সবসময় আওয়ামী লীগের গুণগান গাইতেন। এমনকি এ সরকারের পতনের দুই দিন আগেও নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা না জানিয়ে বিটিভি ভবনের ক্ষতি দেখতে অন্যান্যদের সাথে সেখানে যান। এদিকে, মিডিয়ায় ছড়িয়ে পড়ে রিয়াজ সরকার পতনের পর পালিয়েছেন।