৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল ত্রাণ নিতে আসা আরও ৬৭ ফিলিস্তিনিরউত্তরের নদ-নদীতে বাড়ছে পানি, বন্যার শঙ্কাপ্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণাঢাকার তাপমাত্রা বাড়বে নাকি কমবে, জানাল অধিদপ্তর
No icon

আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে : স্বস্তিকা মুখার্জি

হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে তিনি লিখেছেন, ‘তোমার মনে যে জন আছে, আমার মনেও সে জন আছে। বারবার, প্রতিবছর এমন ছবি দেখা যায় না। আলে কালে দেখা যায়।’ এর আগে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের আঁকা ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছিলেন, ‘অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে।’ ভারতীয় শিল্পীদের মধ্যে কবীর সুমন, দেবসহ আরও অনেকে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।