গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৬১রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহতএলপিজি সিলিন্ডারের দাম বাড়লরেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রদেড় লাখ বছর পর দেখা ধূমকেতু
No icon

আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে : স্বস্তিকা মুখার্জি

হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে তিনি লিখেছেন, ‘তোমার মনে যে জন আছে, আমার মনেও সে জন আছে। বারবার, প্রতিবছর এমন ছবি দেখা যায় না। আলে কালে দেখা যায়।’ এর আগে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের আঁকা ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছিলেন, ‘অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে।’ ভারতীয় শিল্পীদের মধ্যে কবীর সুমন, দেবসহ আরও অনেকে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।