বছরের শেষ দিন ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তায় ভিন্ন দাবিবিদায় ২০২৫: দিনবদলের আশ্বাসে এল নতুন বছরবাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪, আহত ১৫কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড
No icon

আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে : স্বস্তিকা মুখার্জি

হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে তিনি লিখেছেন, ‘তোমার মনে যে জন আছে, আমার মনেও সে জন আছে। বারবার, প্রতিবছর এমন ছবি দেখা যায় না। আলে কালে দেখা যায়।’ এর আগে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের আঁকা ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছিলেন, ‘অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে।’ ভারতীয় শিল্পীদের মধ্যে কবীর সুমন, দেবসহ আরও অনেকে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।