সংসদ নির্বাচনে পোস্টার, ড্রোন ব্যবহার নিষিদ্ধপ্রাথমিকের সহকারী শিক্ষকরা পাবেন ১১তম গ্রেডমেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলবিবিসিতে বড় ধাক্কা, পদত্যাগ করলেন মহাপরিচালক ও বার্তাপ্রধানচলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
No icon

না ফেরার দেশে শাফিন আহমেদ

‘ফিরিয়ে দাও.. আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও…’ ওপার বাংলার জনপ্রিয় বাংলা ব্য়ান্ড ‘মাইলস’-এর এই গান আজও হৃদয়কে নাড়া দিয়ে যায়। প্রয়াত সেই গানেরই গায়ক শাফিন আহমদ। বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক হাসপাতালে মৃত্যু হয় বাংলাদেশের এই প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর। ছাত্র আন্দোলন নিয়ে যখন তোলপাড় বাংলাদেশ, ঠিক সেই সময়ই প্রিয় গায়কের মৃত্য সংবাদের যেন আরও ভেঙে পড়ল ওপার বাংলা। তবে শুধু বাংলাদেশ নয়, ‘মাইলস’ এবং শিল্পী শাফিন আহমেদ দুই বাংলাতেই সমান জনপ্রিয়। শিল্পীর বয়স হয়েছিল ৬৩।  শাফিন আহমেদের ভাই হামিন বলেন, ‘কনসার্টে অংশ নিতে সম্প্রতি আমেরিকায় যান শাফিন। ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। এই কারণে শো বাতিলও করেন তিনি। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাল্টি অর্গ্যান কাজ না করায়, তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাঁকে আর ফেরানো গেল না।’ নয়ের দশকে ভাই হামিনকে নিয়ে ‘মাইলস’ ব্যান্ড তৈরি করেন শাফিন। দীর্ঘদিন একসঙ্গে পথচলার পর ‘মাইলস’ থেকে আলাদা হন শাফিন। ‘রিদম অব লাইফ’ নামে আরও একটি বাংলা ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’র মতো গান বহুল জনপ্রিয়। শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।