সাকিব আল হাসানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৮৪ ৮৪ জনকে কারাগারে পাঠানোর আদেশইসরায়েলে আটক হলেন দুই ব্রিটিশ এমপিটানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিসআজ থেকে ব্যাংক লেনদেন ১০-৪টা
No icon

পরীমনিকে আমার মনে হয় পাওয়ার হাউস অব ট্যালেন্ট : পরমব্রত

রীমনিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাঁকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তবে তিনিও খুব ভালো করবেন। তাঁর যেটুকু কাজ দেখেছি, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। ছবির প্রচারে সম্প্রতি ঢাকায় এসে ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এমন কথা বলেছিলেন। পরমব্রতর কথা পরীমনির কান পর্যন্ত পৌঁছে গেছে। শুরুতে এ কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল পরীমনির। মন খারাপও হয়েছিল। তাই বারবার সেই ভিডিও ক্লিপ দেখছিলেন। সঙ্গে প্রথম আলোকে এ–ও জানালেন, ‘ইশ্‌, পরমের সঙ্গে কবে যে পরীর একটা কাজ হবে...। কি, দারুণ মিলবে না, পরম আর পরী...