পর্যটকদের সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞাওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ১৫ বছরের অপেক্ষা ফুরালপ্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিএনপির সংলাপবাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট, আজ শুনানিসারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি
No icon

কিম সু হিয়োন ও অভিনেত্রী কিম জি উনের মধ্যে প্রেমের গুঞ্জন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে বিস্তর চর্চার মধ্যে তিনটি ছবি মুছে ফেলেছেন কিম সু হিয়োন। ‘কুইন অব টিয়ারস’-এ দম্পতির চরিত্রে অভিনয় করেছেন কিম সু হিয়োন ও কিম জি উন। এর আগে এই আরেক অভিনেত্রী কিম সে রনের সঙ্গে কিম সু হিয়োনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে তাঁর এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছিল, সেটির কোনো সত্যতা ছিল না।