এবার বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা৬ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ার তাপমাত্রাশৈত্যপ্রবাহ বইছে ২৪ জেলায়, সপ্তাহ জুড়ে থাকবে শীতের দাপটনির্বাচন ঘিরে তৎপর বিদেশিরাখালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়ক
No icon

সরকারি উদ্যোগে আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্তি শুরু

আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এক মাসেরও কম সময় আগে আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগ। ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।নতুন করে বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার আবেদন আহ্বান করে বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গণবিজ্ঞপ্তি জারি করেছে বলে বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানিয়েছেন।সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে ১৪ থেকে ২৫ জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২০২৫ সালে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালার আলোকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে।চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা পাবে বলেও জানিয়েছেন তিনি।তবে কতগুলো স্কুল-কলেজ এমপিওভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো কিছু বলেননি এ কর্মকর্তা।মোরশেদ আলী বলেন, কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে সে সিদ্ধান্ত সরকারের; সরকার আর্থিক সক্ষমতা অনুযায়ী ও নীতিমালার আলোকে এমপিওভুক্তির জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন।