পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রিতে সার ও চাল আমদানিসহ ১০ ক্রয় প্রস্তাব অনুমোদনজাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনমহান বিজয় দিবস আজদুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
No icon

আজ ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা আজ বুধবার বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নজিরবিহীন ভোট উৎসবের মধ্যেও দিনভর উত্তপ্ত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলে স্লোগান আর সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর মধুর ক্যানটিনের সামনের চত্বরে। গতকাল সকালে ভোট গ্রহণের শুরু থেকে বিকালে ভোট শেষ হওয়ার পরও চলেছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের প্রতিযোগিতা।