২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানহাদির ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন সিঙ্গাপুরপ্রধান বিচারপতি ড. রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা আজশরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্নএকুশে বইমেলা পিছিয়ে ভোটের পর, শুরু ২০ ফেব্রুয়ারি
No icon

ঢাবির ভ‌র্তি প‌রীক্ষায় মু‌ক্তি‌যোদ্ধা‌দের না‌তি-নাত‌নি কোটা বাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বাদ দিয়ে শুধুমাত্র তাদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমদ খান।

শনিবার সকাল ১১টায় কলা অনুষদের ভর্তি পরীক্ষা পরিদর্শন করতে গিয়ে একথা জানান। উপাচার্য আরও জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং প্রশ্নফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা নিয়ে যৌক্তিক সংস্কার আনা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বাদ দেয়া হয়েছে।