ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টানিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানিমালয়েশিয়ায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন অধ্যাপক ইউনূসসকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, দিনের বাকি সময়েও বৃষ্টির সম্ভাবনাপাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমালো সরকার
No icon

আন্দোলনের মুখে ববির ভিসি-প্রক্টরসহ ২০ জনের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর আবদুল কাইউমসহ ২০ জন। উপাচার্য ও প্রভোস্ট ছাড়াও পদত্যাগ করেছেন ৪টি হলের প্রভোস্ট, কয়েকজন হাউজ টিউটর, শরীর চর্চা দপ্তরের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ানসহ শিক্ষক-কর্মকর্তারা।

মঙ্গলবার দুপুরে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মত শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। তখন প্রক্টর আবদুল কাইউম ববির রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে প্রথমে পদত্যাগ করেন। এরপর উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়া ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করেন। এতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে উচ্ছ্বাস প্রকাশ করে।

ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, উপাচার্য ও প্রক্টরসহ মোট ২০ জন পদত্যাগ করেছেন। এ পদত্যাগের কারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে না। পরীক্ষা-ক্লাস নির্ধারিত সময়ের অনুষ্ঠিত হবে। তবে উপাচার্য না থাকায় আর্থিক অনুমোদনের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে। ববির মত এ অবস্থা দেশজুড়ে অসংখ্য বিশ্ববিদ্যালয়ে। তাই মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে ববির কার্যক্রমে আরও গতি বৃদ্ধিতে সহায়তা করবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, উপাচার্য ও প্রক্টর ছাত্র আন্দোলনে অসহযোগিতা করেছেন। আন্দোলন দমাতে ও শিক্ষার্থীদের হয়রানি করতে তারা চেষ্টা চালিয়েছিলেন।