যুগপৎ আন্দোলন শুরু ১৮ সেপ্টেম্বরমাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ভবন, নিহত ৫৩ঢাকার আকাশ আজও মেঘলা, বজ্রবৃষ্টির আভাসজুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতেরপাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
No icon

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। শনিবার পদত্যাগপত্রটি উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি চেয়েছি নতুন সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে আমি দায়িত্ব থেকে সরে যাব। আমি আগে-ভাগে সরে গেলাম, কোনো আলোচনা হলো না; এটা কোনো সৌজন্যতা নয়। সরকারের একজন সম্মানিত উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি সিদ্ধান্তটা তো আগেই নিয়ে রেখেছি, আলোচনার করে এখন সেটি কার্যকর করেছি।’ এর মাধ্যমে উপদেষ্টা পরিষদকে তিনি সম্মানিত করেছেন বলেও মন্তব্য করেন।