জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সব থানার ওসিকে বদলির নির্দেশ ইসির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের ভূমিকা দুঃখজনক : রুহুল কবির রিজভীআওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কৌশল নিয়ে নাখোশ মনোনীত প্রার্থীরাযুক্তরাষ্ট্রের প্রথম নারী বিচারপতি মারা গেছেনগাজা যুদ্ধে ৬১ সাংবাদিক নিহত
No icon

২৬-২৮ নভেম্বরের মধ্যেই এইচএসসির ফল

আগামী ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে।সোমবার (৩০ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার   এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, এইচএসসির ফল ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফল প্রকাশের দিন নির্ধারণ করা হবে। তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা দেরিতে শুরু হলেও একই দিনে ফল প্রকাশিত হবে । নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল একই দিন প্রকাশ করা হবে।গত ১৭ আগস্ট চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। আর এর ১০ দিন পর ২৭ আগস্ট থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) এর পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যায় এ তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা। আইসিটিতে ৭৫ নম্বর ব্যতিত এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।