
প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন খাতের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)। এই প্রোগ্রামের মাধ্যমে আড়াই লাখের বেশি দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এসআইসিআইপির কার্যক্রম শুরুর ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।অনুষ্ঠানে জানানো হয়, এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন খাতের ২ লাখ ৬৬ হাজার ৬৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রোগ্রামের ব্যয় ধরা হয়েছে ৩৭৫ মিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ঋণ সহায়তা হিসেবে দেবে ৩০০ মিলিয়ন ডলার। বাকি ৭৫ মিলিয়ন ডলার সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে।তিনটি স্কিমে এই অর্থ ব্যয় হবে। এর মধ্যে প্রথম স্কিমে ১৫৮ মিলিয়ন ডলার, দ্বিতীয় স্কিমে ১৬২ মিলিয়ন ডলার এবং তৃতীয় স্কিমে ৫৫ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। এই প্রোগামের মেয়াদ ধরা হয়েছে ২০২৯ সালের জুন পর্যন্ত।প্রোগামের আওতায় ১ লাখ ৫৩ হাজার জনকে দক্ষতাভিত্তিক কাজের জন্য প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে নারী ও পিছিয়েপড়া গোষ্ঠীর ৫৫ হাজার ৫০০ জনকে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে ২০ হাজার জনকে। এছাড়া শিল্লের উন্নত প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ৯ হাজার ২৮০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিল্পের ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে ২ হাজার ৮৯৫ জনকে এবং ২৬ হাজার অভিবাসী শ্রমিকদের আন্তর্জাতিক সার্টিফিকেশনসহ দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এসআইসিআইপি -এর শিরোনামের দুটি শব্দ প্রতিযোগিতা এবং উদ্ভাবন গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিতে উদ্ভাবন, দক্ষতা, প্রযুক্তি, শ্রম গুরুত্বপূর্ণ।দক্ষ জনশক্তি বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে গবেষণা ও উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে হবে।অর্থ সচিব ও এসআইসিআইপির পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং প্রমুখ।