বেড়েছে AI কম্পিউটারের বাজারশিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধালেবাননে ইসরায়েলের ৮ শতাধিক সেনা নিহতদেশে গ্যাস উৎপাদন কমছেচালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবে
No icon

প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আজ বাণিজ্য সংলাপ

ঢাকায় জাতীয় ব্যবসা সংলাপের আয়োজন করা হয়েছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের আয়োজনে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ বৃহস্পতিবার সংলাপটি অনুষ্ঠিত হবে।আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান সম্মেলনে সভাপতিত্ব করবেন। বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা এতে অংশ নেবেন। সম্মেলন আয়োজনে আইসিসি বাংলাদেশকে সহায়তা করছে এফবিসিসিআই, ঢাকা চেম্বার, এমসিসিসিআই, এফআইসিসিআই, বিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, চট্টগ্রাম চেম্বার, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ওষুধ শিল্প সমিতি, বেসিস, চামড়া পণ্য ও পাদুকা উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিগুলোর সমিতি বিএপিএলসি।অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, অর্থ ও বাণিজ্য উপদেষ্টাসহ সরকারের উচ্চপর্যায়ে ইতোমধ্যে কয়েকটি বৈঠক হয়েছে। জাতীয় ব্যবসা সংলাপে ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে গুরুত্বপূর্ণ সুপারিশ করবেন বলে জানা গেছে।