নতুন নির্বাচন কমিশনের শপথ রোববারপ্রস্তুত হচ্ছে নির্বাচনী মাঠবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণাগাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজারকুয়াশা ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
No icon

শ্রমিক বিক্ষোভে ১৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, অর্জিত ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার শিল্প-কারখানার পরিবেশ। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে  ইতোমধ্যে অন্তত ১৫টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জিএবি লিমিটেডসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

জিএবি লিমিটেডের শ্রমিকরা জানান, তারা কিছু যৌক্তিক দাবি উপস্থাপন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না জানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেছে।