৮ বিভাগে বজ্রবৃষ্টির আভাসরাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশি যুবক নিহতআয়তন বাড়ছে বাংলাদেশেরবন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোও দ্রুত নির্বাচন চায়গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি আরও ৬৪
No icon

কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হণযোগ্য নয় : আবদুর রহমান খান

কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, এই ধরনের সুযোগ দুর্নীতির বিস্তার ঘটায় এবং সৎ করদাতাদের মনোবল ভেঙে দেয়।

আজ রোববার আগারগাঁওয়ের এনবিআর কার্যালয়ে যোগদান করে সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান সাংবাদিকদের এসব কথা বলেন। তবে এটি তাঁর ব্যক্তিগত মতামত বলেও জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সর্বশেষ বাজেট প্রণয়নের সময় এ বিষয়ে (কালোটাকা সাদা করার সুযোগ না রাখা) তৎকালীন এনবিআর চেয়ারম্যানকে বলেছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বন্ধুকেও বলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে।’

চলতি অর্থবছরের বাজেটে এক বছরের জন্য ১৫ শতাংশ কর দিয়ে নগদ টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এ ছাড়া অবৈধ উপায়ে অর্জিত জমি, ফ্ল্যাটসহ স্থাবর সম্পদ নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কর নথিতে প্রদর্শন করা যাবে।