১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী খালেদা জিয়াকে ওমরাহ’র আমন্ত্রণ জানিয়েছে সৌদি যুবরাজতিতাসে গ্রাহক ভোগান্তি বাড়ছেসকালে কুয়াশা দুপুরে কড়া রোদ, ক্ষতির মুখে চাষিআদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল
No icon

সাড়ে ৫ মাস পর হিলি বন্দর দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি।

হিলি বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। দীর্ঘ সাড়ে পাঁচমাস পর মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেঁয়াজবোঝায় একটি ট্রাক বন্দরে প্রবেশে করে।প্রথমদিন এসেছে ৩০ মেট্রিক টন পেঁয়াজ। আমদানিকারক আর এসবি নামের একটি প্রতিষ্ঠান। আমদানি করা ভারতীয় এ পেঁয়াজে টনপ্রতি খরচ পড়েছে ৫৫০ ডলার।এরআগে ৪ মে থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার। পরে ৫ মে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়িতে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন ব্যবসায়ীরা। আবেদনের পর ২৫ আমদানিকারককে প্রায় ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।এসব তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের (উদ্ভিদ সংগনিরোধ) উপ-সহকারী ইউসুফ আলী।