
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মেহেরপুর বামন্দী এজেন্ট শাখার ভল্ট ভেঙে ৮ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার দিবগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড-সংলগ্ন নজরুল টাওয়ারের ততৃীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্টে ব্যাংকের গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেন, সোমবার ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মরর্তরা সবাই চলে যান। মঙ্গলবার সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা দ্রুত ভল্টকক্ষে গিয়ে দেখে ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার। তবে গ্রাহকের কোনো টাকা খোয়া যায়নি বলে জানান তিনি। গ্রাহকের লেনদেন ঠিকমতো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে ব্যাংকের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যাবস্থা নেই।