পর্যটকদের সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞাওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ১৫ বছরের অপেক্ষা ফুরালপ্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিএনপির সংলাপবাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট, আজ শুনানিসারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি
No icon

হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে। জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে। হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন।