পর্যটকদের সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞাওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ১৫ বছরের অপেক্ষা ফুরালপ্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিএনপির সংলাপবাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট, আজ শুনানিসারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি
No icon

খুলনার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান গ্রেপ্তার

সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৬ ও র‍্যাব-৮–এর একটি যৌথ দল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন রশীদুজ্জামান। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে পদটি হারান। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক আইনের তিন মামলায় এজাহারভুক্ত আসামি রশীদুজ্জামান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।