আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’বাণিজ্যমেলার উদ্বোধন আজঢাকায় শীত নিয়ে দুঃসংবাদ৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্টশীত বাড়বে কাল থেকে, চারে নামতে পারে তাপমাত্রা
No icon

সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে আটক করেছে পুলিশ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে তাকে নাখালপাড়া এলাকার বাসা থেকে আটক করা হয় বলে ডিএমপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।