স্টার্টআপের আওতায় সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংকনতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি কমিশনেরতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
No icon

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আমজাদ হোসাইন ৭০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ৭০ হাজার ইয়াবা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা। তাঁর নাম মো. আমজাদ হোসাইন। তিনি টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক। গতকাল শনিবার রাতে টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার যাওয়ার পথে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মরিচ্যা বিজিবি চেকপোস্টে ধরা পড়েন তিনি। এ সময় তাঁর পকেট থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।  অভিযোগ রয়েছে, টেকনাফে চাকরিরত থাকা অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা কয়েকজন ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে সখ্য গড়ে তুলে বিপুল টাকা আয় করেছেন। মাঝেমধ্যে মাদক কারবারিদের ইয়াবার চালান তিনি নিজে বহন করে গন্তব্যে পৌঁছে দিতেন। আজ রোববার সকালে আমজাদ হোসাইনকে রামু থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মাদক চোরাচালান নিয়ন্ত্রণের দায়িত্ব যাঁদের, তাঁদেরই একজন ইয়াবার চালান নিয়ে ধরা পড়ার ঘটনায় অধিদপ্তরের কার্যক্রমও প্রশ্নের মুখে পড়েছে।