গাজায় আরও ৫২ ফিলিস্তিনি নিহতবঙ্গোপসাগরে লঘুচাপ, কমতে পারে তাপমাত্রাদ্রুত নির্বাচনের চাপ বাড়ছেগাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩২ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ
No icon

অবসরের তিন দিন আগে ‘অভিজ্ঞতা অর্জনে’ ফ্রান্স সফরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব

বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফ্রান্সের প্যারিসের উদ্দেশে রওনা দেন তিনি। তার সফরের উদ্দেশ্য জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন।  ওয়াছি উদ্দিনের দেশে ফেরার কথা ১১ মার্চ। তার দুই দিন আগে (৯ মার্চ) তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে। অবসরে যাওয়ার তিন দিন আগে সচিবের বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই সম্মেলনে উনি না গিয়ে অন্য কেউ যেতে পারতেন। তা হলে তিনি সম্মেলন থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে কাজে লাগাতে পারতেন।

গণপূর্ত সচিব ‘বিল্ডিংস অ্যান্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে প্যারিসে গেছেন। ফ্রান্স সরকার ও জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) আয়োজনে ৭ ও ৮ মার্চ প্যারিসে এই সম্মেলন হবে।