জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সব থানার ওসিকে বদলির নির্দেশ ইসির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের ভূমিকা দুঃখজনক : রুহুল কবির রিজভীআওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কৌশল নিয়ে নাখোশ মনোনীত প্রার্থীরাযুক্তরাষ্ট্রের প্রথম নারী বিচারপতি মারা গেছেনগাজা যুদ্ধে ৬১ সাংবাদিক নিহত
No icon

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোয়া ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে।সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িতে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি জানান, নারায়ণগঞ্জ আড়াইহাজ বাজারে আওয়ামী লীগের অফিসের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, গাড়ি ড্রাইভারসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।এ সময় তাদের গাড়িটি ভাঙচুর করা হয়। গাড়িটি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের খোঁজখবর নিয়ে ঢাকায় ফেরার পথে এই হামলা চালায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।