যুক্তরাষ্ট্রের প্রথম নারী বিচারপতি মারা গেছেনগাজা যুদ্ধে ৬১ সাংবাদিক নিহতঢাকায় মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু আজরাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পসাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত
No icon

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এদের গ্রেফতার করে। শুক্রবার (২০ মে) সকাল ছয়টা থেকে শনিবার (২১ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় অভিযুক্তদের কাছ থেকে ২৪ হাজার ২৫৫ পিস ইয়াবা,৩৭ গ্রাম ১৭ পুরিয়া হেরোইন, ১৩ বোতল ফেন্সিডিল ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন,২১ কেজি ৭২৫ গ্রাম ৩০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।