বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার ইসরাইল একঘরে হয়ে পড়েছে: বেনিয়ামিন নেতানিয়াহুপুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকারপাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসকঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, যেমন থাকবে তাপমাত্রা
No icon

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংবিধান অনুযায়ী তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাতে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।নতুন নিয়োগ প্রাপ্তরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে নব নিযুক্তদের শপথ পড়াবেন।এর আগে, শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। একইদিন বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।