ফের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকসরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ৮টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন করে যা জানা গেল
No icon

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংবিধান অনুযায়ী তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাতে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।নতুন নিয়োগ প্রাপ্তরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে নব নিযুক্তদের শপথ পড়াবেন।এর আগে, শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। একইদিন বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।