চলছে বঙ্গবন্ধু রেল সেতুর শেষ পর্যায়ের কাজভোলায় বেড়িবাঁধে ভাঙন, দুশ্চিন্তায় এলাকাবাসীবজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বইতে পারে দেশের ৮ অঞ্চলেসিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু
No icon

আট দাবি মানতে এক মাস সময় দিয়ে কর্মসূচি প্রত্যাহার

কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আট দফা দাবি মানতে সরকারকে ৩০ দিন সময় দিয়ে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।রাবিতে কোটা সংস্কার আন্দোলন পরিচালনায় ১৮ ছাত্র নেতার একটি কমিটি ছিল। তাদের মধ্যে পাঁচজন এ সংবাদ সম্মেলন করেন। এতে ছাত্রনেতা মোকাররম হোসাইন বলেন, আমাদের আট দফা দাবি নিয়ে সরকার ইতোমধ্যে কাজ করছে। আমরা চাই তাড়াতাড়ি দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা করা হোক। আর যেহেতু দাবি মেনে নেওয়া হচ্ছে, তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। তবে ৩০ দিনের মধ্যে সব দাবি পূরণ না হলে, আবার আন্দোলনে ফিরব।তিনি আরও বলেন, তৃতীয় পক্ষ এসে আমাদের অহিংস আন্দোলনকে সহিংস করে তুলেছে। আমরা তৃতীয় পক্ষকে কোনো সুযোগ নিতে দিব না। আমাদের আন্দোলনকে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার সুযোগ কাউকে নিতে দিব না।আরেক নেতা তোফায়েল আহমেদ তপু বলেন, সাধারণ শিক্ষার্থীরা কখনও অগ্নিসংযোগ বা জ্বালাও-পোড়াওয়ে সম্পৃক্ত থাকতে পারেন না। যারা এর সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তবে সাধারণ শিক্ষার্থীরা যেন হেনস্তার শিকার হতে না হয়।এ সময় আন্দোলনে নেতৃত্বদানকারী রেজোয়ান গাজি মহারাজ, সুজন ভৌমিক ও মনিমুল হক উপস্থিত ছিলেন।