তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
No icon

৯৫৪ জন শিক্ষক-কর্মচারী পাচ্ছেন উচ্চতর গ্রেড

উচ্চতর গ্রেড পেতে যাচ্ছেন সারাদেশের বেসরকারি স্কুল ও কলেজের ৯৫৪ জন শিক্ষক-কর্মচারী। এর মধ্যে আছেন স্কুলের ৬৭১ এবং কলেজের ২৮৩ জন। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির ভার্চুয়াল সভায় তাদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। সূত্র জানায়, স্কুলের ৬৭১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪০ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪২, কুমিল্লার ২২, ঢাকা অঞ্চলের ১৩৮, খুলনার ৭৪, ময়মনসিংহ অঞ্চলের ৬৫, রাজশাহীর ১০৭, রংপুরের ১৩৭ এবং সিলেট অঞ্চলের ৪৬ জন রয়েছেন। উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ২৮৩ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫২ জন, চট্টগ্রাম অঞ্চলের ২৬, কুমিল্লার ৪৫, ঢাকার ৪৪, খুলনা অঞ্চলের ২৮, ময়মনসিংহ অঞ্চলের ৪৩, রাজশাহীর ৮, রংপুর অঞ্চলের ২৯ ও সিলেটের ৮ জন রয়েছেন।