সাগরে ফের লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টিহঠাৎ যে কারণে বন্ধ আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচলএ সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকাঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার
No icon

গভীর নিম্নচাপ যশোর এলাকায়

যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল ৯টায় একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অধিদফতর জানিয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালন চলছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।