গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২০ ফিলিস্তিনি আজ শপথ নিচ্ছে নতুন নির্বাচন কমিশনরমজানে কঠিন সংকটের শঙ্কাপ্রহসনের তিন নির্বাচনে জড়িতদের তালিকা চূড়ান্তবিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন
No icon

আরও বাড়বে বৃষ্টির প্রবণতা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হওয়ায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘু চাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৬ টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।এতে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অনেকটা কমে আসবে।আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অধিকাংশ জায়গায় বিস্তার লাভ করতে পারে। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।