গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২০ ফিলিস্তিনি আজ শপথ নিচ্ছে নতুন নির্বাচন কমিশনরমজানে কঠিন সংকটের শঙ্কাপ্রহসনের তিন নির্বাচনে জড়িতদের তালিকা চূড়ান্তবিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন
No icon

অবশেষে নামল বৃষ্টি

দেশে চলা দাবদাহে অতিষ্ঠ মানুষ। এক ফোঁটা বৃষ্টির জন্য চাতকের মতো চেয়ে আছে দেশবাসী। অবশেষে নামল প্রতীক্ষার বৃষ্টি। তবে সারাদেশে বৃষ্টির দেখা না পাওয়া গেলেও, স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছে সিলেটের কোম্পানীগঞ্জের বাসিন্দারা। সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে কোম্পানীগঞ্জে এই বৃষ্টি শুরু হয়। এরপর রাত ১০টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি।সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন রাত ১০টার দিকে বলেন, আগেই আমরা বৃষ্টির আভাস দিয়েছিলাম। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে।   আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।তবে সীমিত পরিসরে ঝড়বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।