তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
No icon

দুই বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।দক্ষিণ বঙ্গোপসাগরে থাকা লঘুচাপের অবস্থা ও বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, লঘুচাপের আর কোনো প্র্রভাব নেই। আজকে (গতকাল) হালকা বৃষ্টি হয়েছে।চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক দিন সেটি স্থায়ী হতে পারে। এরপর তাপমাত্রা কমতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ বুধবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।