আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : মির্জা ফখরুলডিবিসি নিউজে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদবিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের সাজা বহালশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা জাতীয় রাজনীতি স্লোগানে-স্লোগানে জিয়াউর রহমানকে স্মরণ
No icon

তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ

চলতি বছরের প্রথম তিন মাসে (মার্চ পর্যন্ত) দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২০ লাখ। এই সময়ে বেড়েছে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও।বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ১২ কোটি ৬১ লাখেরও বেশি। তাদের মধ্যে ১১ কোটি ৪০ লাখের বেশি মোবাইল ইন্টারনেট গ্রাহক এবং ১ কোটি ২০ লাখ মানুষ ব্রডব্যান্ড ব্যবহারকারী।এ সময়ে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৩০ লাখ বেড়ে ১৮ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে।এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৩০ লাখ, রবির ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের ৪ কোটি ১৩ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ।টেলিটক ছাড়া বাকি তিন অপারেটরের গ্রাহক সংখ্যা বেড়েছে।