দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাসঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে চিঠি মোদিরঈদের ছুটিতে পর্যটক আসতে শুরু করেছে কক্সবাজারেবায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
No icon

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করবে বলে আশা করেন টাইগার কোচ ফিল সিমন্স। গতকাল রবিবার তিনি এমন আশা ব্যক্ত করেন। ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিউইদের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে বাংলাদেশের।টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচিত নিউজিল্যান্ডকে হারানো মোটেই সহজ হবে না বাংলাদেশের জন্য। স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে নিউজিল্যান্ড। আইসিসির কোনো ইভেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোন ব্যাটার হিসেবে এবং নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন তাওহিদ হৃদয়। তার মতে, দুবাই এবং রাওয়ালপিন্ডির কন্ডিশন অনেকটাই ভিন্ন।নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ স্মৃতি অবশ্যই বাড়তি উৎসাহ দেবে বাংলাদেশকে। বিশেষ করে অধিনায়ক শান্তকে। যদিও সম্প্রতি ব্যাট হাতে ছন্দে নেই তিনি। বাংলাদেশের বিপক্ষে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। যে কারণে টাইগারদের বিপক্ষে ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না কিউইরা।

ভারতের বিপক্ষে খেলার কথা ছিল অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও নতুন পেস বোলিং সেনসেশন নাহিদ রানার। কিন্তু ম্যাচটিতে তাদের অনুপস্থিতি অনেককেই অবাক করেছে। পরে জানা যায়, ইনজুরির কারণে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। নিজের শেষ পাঁচ ওয়ানডের চারটিতেই হাফসেঞ্চুরি করা মাহমুদউল্লাহ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন কি না, এখনও নিশ্চিত নয়।ভারতের বিপক্ষে খেলা মোস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নাহিদ রানা। ওই ম্যাচে ৯ ওভারে ৬২ রানে ১ উইকেট নিয়েছিলেন ফিজ। ভারতের বিপক্ষে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের টপ অর্ডার। দলীয় ৩৫ রানে ৫ উইকেট হারান টাইগাররা। হৃদয় ও জাকের আলির ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।মাহমুদউল্লাহর জায়গায় খেলতে নামা জাকের ৪টি চারে ৬৮ রনের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সুতরাং নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহকে খেলাতে একাদশ কেমন হবে সেটিই এখন দেখার বিষয়। সেক্ষেত্রে এক পেসার কম নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সেটি হলে কোপ পড়বে তানজিম হাসান সাকিবের ওপর।

নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।