গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৬১রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহতএলপিজি সিলিন্ডারের দাম বাড়লরেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রদেড় লাখ বছর পর দেখা ধূমকেতু
No icon

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে খেলতে যাচ্ছেন মাশরাফী বিন মুর্তজা

মাশরাফী বিন মুর্তজা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন প্রায় চার বছর। প্রতিযোগিতামূলক ক্রিকেট বলতে শুধুই বিপিএলে দেখা মেলে তার। অবশ্য গত আসরের পুরোটা খেলতেও পারেননি তিনি। তবে এবার তিনিই কিনা খেলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে।

যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে আগামী ৮ নভেম্বর। ছয় দল নিয়ে হবে এবারের আসর। তার আগে আজ অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। যেখানে মাশরাফীকে দলভুক্ত করেছে ডেট্রয়েট ফ্যালকনস।

একই দলের হয়ে মাঠ মাতাবেন আব্দুর রাজ্জাকও। তাকে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে টানে ফ্রাঞ্চাইজিটি। রাজ্জাকও আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অর্ধযুগ আগে। তবে গত বছর লিজেন্ড লিগে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। অবশ্য রাজ্জাক-মাশরাফীর আগেই এই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তিনি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে। তাকেও সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় আটলান্টা।

টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে সুযোগ পেয়েছেন আরো অনেক বাংলাদেশী। তাদের মাঝে মাশরাফী-রাজ্জাকদের সাথে একই দলে আছেন সৈয়দ রাসেল, এনামুল হক জুনিয়র। আর শিকাগোর হয়ে খেলবেন আলামিন হোসেন। তাছাড়া সোহানের সাথে আটলান্টায় খেলবেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ইলিয়াস সানি ও আরিফুল হক।