ইউক্রেনের আরও তিন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়াআফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৪০যা আছে ঐতিহাসিক জুলাই সনদেদুপুরের মধ্যে দুই জেলায় ঝড়বৃষ্টি হতে পারেহাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
No icon

রাওয়ালপিন্ডিতে লিটন-মিরাজ জুটির বিশ্ব রেকর্ড

তৃতীয় দিনের শুরুতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। শঙ্কা ছিল ফলো অনে পড়ার। তবে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে ফলো অন এড়িয়েছে টাইগাররা। ফিফটির পর সেঞ্চুরির পথে ছিলেন এই দুই ব্যাটার। তবে হঠাৎ আউট হন ভালো ব্যাটিং করতে থাকা মিরাজ। মিরাজ না পারলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন।