ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছেগণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেনআজ রাতেই ফের হামলা চালাবে ইরানমোসাদের দুই গুপ্তচর গ্রেপ্তারইসরাইলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
No icon

পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ‘এ’ দলের। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পিছিয়ে গতকাল রওনা দেয় ক্রিকেটাররা। আজ ১০ আগস্ট পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল।

এই সফরে দেরি হওয়ার কারণে ম্যাচের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ১৩ থেকে ১৬ আগস্ট হবে প্রথম চার দিনের ম্যাচ। ২০ থেকে ২৩ আগস্ট দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলা হবে। চার দিনের ম্যাচের নেতৃত্বে থাকবেন এনামুল হক বিজয়। এদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি হবে ২৬, ২৮ ও ৩০ আগস্ট। তিনটি ওয়ানডে খেলবে তাওহীদ হৃদয়ের নেতৃত্বে।