ফের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকসরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ৮টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন করে যা জানা গেল
No icon

জাতীয় দলের সঙ্গে ফিটনেসের পরীক্ষায়ও অংশ নিয়েছেন তাসকিন

তাসকিন আহমেদ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে। তাসকিনকে আবার টেস্ট ক্রিকেটে ফিরতে হলে কী করতে হবে, আজ তা জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম খান। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা ‘ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট’ এর পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। তাসকিনের চোট–পরবর্তী অবস্থা জানিয়ে বিসিবি ফিজিও বলেছেন, ‘তাসকিন তো এত দিন টি-টোয়েন্টি সংস্করণে খেলেছে। ওই সময় তো লম্বা স্পেল বল করা হয় না। ওর কাঁধের একটা সমস্যা ছিল, এমনকি বিশ্বকাপের সময়ও আমরা তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের যে সমস্যাটা ছিল, সেটা একই রকম আছে। কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এটা নিয়ে আপনি খেলতে পারবেন। এর মানে হলো, সে যদি ওয়ার্কআউট করে, তাহলে সে খেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই তাসকিন টেস্টে অ্যাভেইলেবল (পাওয়া যাবে) আছে।’